এপ্রিলে আসছে মিউজু ১৭

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:১১  
ব্যবসাটা খুব ভালো না হলেও, মিউজুর একেবারেই ভক্ত নেই সেটা কেউ বলতে পারবে না। আর মিউজুর ভক্তদের নতুন ফ্ল্যাগশিপ ফোন উপহারও দিতেও চেষ্টা করছে কোম্পানিটি। তারই ধারাবাহিকতায় মিউজু ভক্তদের জন্য কিছু ভালো খবর ও কিছু খারাপ খবর আছে। খারাপ খবরটি হলো পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনটি আসবে এপ্রিলে কোনো এক সময়ে, যা প্রত্যাশার চেয়ে একটু দেরিতে। আর ভালো খবরটি হলো কথিত পরবর্তী ‘মিউজু ১৭’ ফোনে থাকছে ফ্ল্যাগশিপ গ্রেডের ৯০ হার্টজের ওএলইডি প্যানেল। ইতিমধ্যেই এই ফোনে ইউজার ইন্টারফেসের তথ্য প্রকাশ হয়েছে। সেখান থেকে জানা গেছে এর ফুল এইচডি প্লাস ডিসপ্লে হবে ১০৮০*২২০৬ পিক্সেল রেজ্যুলেশনের। ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। ডিবিটেক/বিএমটি